• রবিবার, ২৫ মে ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম

বান্দরবানে কেএনএফের আস্তানায় অভিযান: আগ্নেয়াস্ত্র-গোলাবারুদ উদ্ধার

admin / ৫২ Time View
Update : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

বান্দরবানের রুমা উপজেলায় পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আস্তানা ধ্বংস করেছে সেনাবাহিনী। এসময় আস্তানা থেকে একে ৪৭ রাইফেলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে আইএসপিআর প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, রুমা উপজেলার মুনলাই পাড়া এলাকায় রুমা খালের পার্শ্ববর্তী লাইচেংয়াই নামক আমবাগানে পাহাড়ের গহীন অরণ্যে অস্ত্রধারী সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) অস্ত্রধারীদের আস্তানায় অভিযান চালায় সেনাবাহিনীর রুমা জোনের সদস্যদের কয়েকটি টহল দল। এসময় সেনাবাহিনীর অভিযানের বিষয়টি টের পেয়ে কেএনএফ সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুড়তে ছুড়তে আস্তানা ছেড়ে পালিয়ে যায়।

পরে সেনাবাহিনী সদস্যরা সন্ত্রাসী আস্তানায় তল্লাশি করে একটি এসএমজি (ম্যাগাজিনসহ), ২টি গাঁদা বন্দুক (১৫৯ রাউন্ড কার্তুজ ও ১টি কার্তুজ ভর্তি বেল্ট), ১টি বাইনোকুলার, ২টি ওয়াকিটকি সেট, ৩ জোড়া কেএনএ ইউনিফর্ম, ১ জোড়া বুট, ১টি হ্যান্ডকাফ, ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আই ই ডি) তৈরিতে ব্যবহৃত স্প্লিান্টার ও ৫টি স্মার্ট ফোন উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, কেএনএফ দীর্ঘদিন ধরে পার্বত্যঞ্চলে চাঁদাবাজি, হত্যা, অপহরণসহ অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছে। সেনাবাহিনীর এই পদক্ষেপ স্থানীয় এলাকায় নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category