মোঃ আসিফ ইসলাম সাইফ,বাঘাইছড়ি প্রতিনিধি । রাঙ্গামাটির বাঘাইছড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাঘাইছড়ি পৌর কৃষক দলের আয়োজনে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৭ জুলাই) বিকাল ৪ ঘটিকায় বাঘাইছড়ি কাচালং ব্রিজ সংলগ্ন মারিশ্যা-দিঘিনালা সড়কের দুই পাশ ঘেঁষে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন বাঘাইছড়ি পৌর বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি মোহাম্মদ হোসেন ও সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাঁজা।
এসময় আরো উপস্থিত ছিলেন পৌর কৃষক দলের সভাপতি মোঃ ইব্রাহীম, সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম,উপজেলা কৃষক দলের সভাপতি আমান উল্লাহ ও সাধারণ সম্পাদক কপিল উদ্দিন সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
নেতাকর্মীবৃন্দ বলেন,কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ-বান্ধব বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হচ্ছে। বিএনপি পরিবেশ সচেতনতা সৃষ্টি ও সামাজিক দায়বদ্ধতার বার্তা পৌঁছে দিতে চায়। গাছ শুধু পরিবেশ নয়, মানবজাতির অস্তিত্ব রক্ষার জন্যও অপরিহার্য। জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বৃক্ষরোপণ আজ সময়োপযোগী ও দায়িত্বশীল পদক্ষেপ।