প্রবীর সুমন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি| খাগড়াছড়ি দীঘিনালা অন্যতম বানিজ্যিক কেন্দ্র বোয়ালখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (২৫ মার্চ) দিবাগত রাত ১:৩০ মিনিটের সময় এই অগ্নিকাণ্ড ঘটে । বৈদ্যুতিক শক সার্কিট এর মাধ্যমে এই আগুনের সূত্রপাত বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা।
ফায়ার সার্ভিসের দীঘিনালা ও খাগড়াছড়ি দুইটি ইউনিট, সেনাবাহিনীর দীঘিনালা জোন, বাবুছড়া জোনের ৭বিজিবি ও স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থল পরিদর্শন করেন, দীঘিনালা জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ওমর ফারুক, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রশীদ ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া।
এসময় বাজার পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম বলেন, ঈদ ও বৈসাবি উৎসব উপলক্ষে ব্যবসায়ীরা প্রত্যেকটি দোকান পর্যাপ্ত মালামাল মজুদ করেন আগুন সর্বশান্ত হয়ে গেছে।
বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন বলেন, বোয়ালখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।