• রবিবার, ২৫ মে ২০২৫, ০২:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম

রাঙামাটিতে তারুণ্যের উৎসব সমাপ্তির আনন্দে মিনি ম্যারাথন

admin / ৫২ Time View
Update : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

রাঙামাটি প্রতিনিধি| রাঙামাটিতে শেষ হলো দুই মাসব্যাপী তারুণ্যের উৎসব ২০২৫। বৃহস্পতিবার সকালে মিনি ম্যারাথনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে এই আয়োজনের।
সকাল ৮টায় কাপ্তাই-আসামবস্তি সড়কের লাভ-পয়েন্ট থেকে শুরু হয়ে ১২ কিলোমিটার পাড়ি দিয়ে ম্যারাথন শেষ হয় রাঙামাটি চিংহ্লা মং মারী স্টেডিয়ামে। যেখানে অংশ নেন ৩শত প্রতিযোগী।

বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন বীর শহিদ মুক্তিযোদ্ধা এম আব্দুল আলী মঞ্চে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। ৮ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত জেলা প্রশাসনের আয়োজনে ২৩টি ক্রীড়া ইভেন্টে হাজারো প্রতিযোগী অংশ নেন, যার সমাপ্তি হলো আজকের মিনি ম্যারাথনের মাধ্যমে।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, ম্যারাথনের ইতিহাস বিজয়ের সুসংবাদ দেওয়ার ইতিহাস। তাই আমরা এই ম্যারাথনকে শেষ ইভেন্ট হিসাবে নির্বাচন করেছি। ম্যারাথনের মাধ্যমে উৎসবের পর্দা নামলেও, তারুণ্যের জয়গান চলবে আগামীতেও।

অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন, সদর জোন কমান্ডার জুনায়েদ উদ্দিন শাহ চৌধুরী, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা জামায়াতের আমির আব্দুল আলিম, যুগ্ম সম্পাদক মো: হারুনুর রশীদ হারুনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন প্রশাসনের অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category