• রবিবার, ২৫ মে ২০২৫, ০৪:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম

বাঘাইছড়িতে নূর মোহাম্মদ দরবেশ এর ৪৫তম ওরশ শরীফ অনুষ্ঠিত

admin / ৪৮ Time View
Update : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

মোঃ আসিফ ইসলাম সাইফ,বাঘাইছড়ি প্রতিনিধি। রাঙ্গামাটি বাঘাইছড়িতে খানকায়ে কাদেরীয়া চিশতীয়া নূরীয়া আহলা দরবার শরীফের প্রান পুরুষ হযরত নূরী বাবা (রহঃ) এর খলিফা হযরত নুর মোহাম্মদ দরবেশ এর ৪৫ তম বার্ষিক ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে ।

ঐতিহাসিক নূর মোহাম্মদ দরবেশ এর মাজারে দিনব্যাপী বার্ষিক ওরশ মোবারক অনুষ্ঠানে ভক্তদের ঢল নেমেছে। সৃষ্টিকর্তার প্রতি আরাধনা এবং আধ্যাত্মিক শান্তি খুঁজতে রবিবার (১৬ ফেব্রুয়ারী) ভোর থেকে ভক্তের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে মাজার এলাকা। ধর্ম-বর্ণ নির্বিশেষে হাজারো মানুষের সমাগম হলেও মুসলিম সম্প্রদায়ের দর্শনার্থীদের সংখ্যা বেশি।

উক্ত ওরশ শরীফে সভাপতিত্ব করেন অত্র দরবার শরীফের সভাপতি ও বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন বাবু।

দিনব্যাপী এই ওরশে ভক্তরা জিকির, দোয়া এবং আধ্যাত্মিক গানের মাধ্যমে সময় কাটান। উগলছড়ি থেকে আসা দশেমার্থী মোঃ মেহেদী হাছান মিরাজ বলেন, নূর মোহাম্মদ দরবেশের মাজারে এসে এক অনন্য আধ্যাত্মিক শান্তি পাই। এখানে নিয়মিত ওরশে অংশ নিই।

স্থানীয় রিয়াজ উদ্দিন বলেন, মাজারের পরিবেশ অনেক সুন্দর, আর ওরশ উপলক্ষে জায়গাটি আরও সুন্দরভাবে সাজানো হয়। এটি দেখার জন্যই এখানে আসি। নূর মোহাম্মদ দরবেশের মাজারে এসে মনে একটা বিশেষ শান্তি পাই। ওরশের সময় ভক্তদের এমন আগ্রহ দেখে ভীষণ ভালো লাগে।
দর্শনার্থী মোঃ সাকিবুল ইসলাম সাকিব বলেন, ‘প্রতিবছর বন্ধুবান্ধব নিয়ে এখানে আসি। এই পরিবেশে এসে মনটা খুব ভালো লাগে।’

মাজারের প্রধান খাদেম আবুল হাশেম ফকির বলেন, প্রায় ৪৫ বছর ধরে মাজারে শুরু হয়েছে বার্ষিক ওরশ শরীফ। আধ্যাত্মিকতার এই মহাযজ্ঞে প্রতি বছরই দেশ-বিদেশ থেকে হাজারো ভক্ত সমবেত হন। এটি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং ভক্তদের জন্য এটি আধ্যাত্মিক মিলনের এক বিশাল আয়োজন। এবারের আয়োজন আগের চেয়ে আরও বড় এবং জাঁকজমকপূর্ণ। মাজার প্রাঙ্গণ ইতোমধ্যেই উৎসবের রঙে সেজে উঠেছে। নানা আয়োজন, পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে চলছে এই ওরশ। ভক্তদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের সেবা কেন্দ্র এবং শৃঙ্খলা বজায় রাখতে স্বেচ্ছাসেবকদের উপস্থিতি।

খাদেমরা বলেন, ‘এবার অন্যান্য বছরের তুলনায় ভক্তদের উপস্থিতি আরও বেশি বলে আমরা আশাবাদী। আধ্যাত্মিক এই মিলনমেলায় ভক্তদের উপস্থিতি ও আন্তরিকতায় মাজার প্রাঙ্গণ পরিণত হয়েছে এক অনন্য পরিবেশে। এই ঐতিহ্য হাজারো মানুষের হৃদয়ে ছাপ রেখে যায় এবং সবার মাঝে একতা ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেয়।’

পরে দেশ জাতি ও নিজেদের কল্যাণে দোয়া ও মোনাজাতের মাধ্যমে নূর মোহাম্মদ দরবেশ এর ৪৫তম ওরশ শরীফ সমাপ্তি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category