বাঘাইছড়ি প্রতিনিধি:- রাঙ্গামাটির বাঘাইছড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন এলাকার দুই শতাধিক শীতার্ত দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১ ঘটিকায় সময় উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর সহোযোগিতায় উপজেলার প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার, সাংবাদিক আব্দুল মাবুদ, সাংবাদিক ওমর ফারুক সুমন, সাংবাদিক মোঃ মহি উদ্দিন সাবেক পৌর কাউন্সিলর রুবেল চাকমা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী গন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার বলেন, বাঘাইছড়ি উপজেলার গরিব দুঃস্থ অসহায় পরিবারে মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়েছে, ভবিষ্যতে এসব শীতবস্ত্র বিতরণ অব্যহত থাকবে বলে তিনি জানান।