• শনিবার, ২৪ মে ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম

সাজেকে শিক্ষা উপকরণ বিতরণ করলো সেনাবাহিনীর বাঘাইহাট জোন

admin / ১৮৩ Time View
Update : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

বাঘাইছড়ি প্রতিনিধি। পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, তারই ধারাবাহিকতায় দেশ গঠনের চেতনা ও শিক্ষার সম্প্রসারণ কাজ এগিয়ে নিয়ে যেতে রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের সাজেক অদ্বিতি পাবলিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে বাঘাইহাট জোন, (মাইটি সিক্সার্স)।

রবিবার(২৬ জানুয়ারি) সকালে বাঘাইহাট জোনের দায়িত্বপূর্ণ এলাকার আওতাধীন সাজেক অদ্বিতি পাবলিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে স্কুলের সভাপতি মেজর আবু নাইম খন্দকার, উপ অধিনায়ক (ভারপ্রাপ্ত) ৬ ই বেঙ্গল, বাঘাইহাট জোন এর সভাপতিত্বে দেড় শতাধিক গরিব ও অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী কলম, পেন্সিল, রাবার, পেন বক্স ও স্কুল ব্যাগ ইত্যাদি বিতরণ করেন প্রধান অতিথি লে. কর্ণেল খায়রুল আমিন(পিএসসি), বাঘাইহাট জোন কমান্ডার।

আরোও উপস্থিত ছিলেনঃ সাজেক অদ্বিতি পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মোঃ শাহাদাৎ হোসেন, সাজেক ইউনিয়নের চেয়ারম্যান জনাব বাবু অতুলাল চাকমা, সাবেক চেয়ারম্যান জনাব নেলসন চাকমা, স্কুল পরিচালনা কমিটির সদস্য ও সাজেক ইউনিয়নের মহিলা মেম্বার সুমিতা চাকমা, এবং ওয়ার্ড মেম্বার দয়াধন চাকমা, বাঘাইহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি নাজিম ডাক্তার, সহ-সভাপতি মোঃ রায়হান উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আনোয়ার হোসেন, স্কুল পরিচালনা কমিটির সদস্য আনোয়ার হোসেন। এছাড়াও বাঘাইহাট এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, স্কুলের শিক্ষক শিক্ষিকা, অভিভাবকগন ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেনঃ পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ দরিদ্র অভিভাবকদের জন্য স্বস্তির ব্যাপার। এ সহায়তায় তাদের আর্থিক কষ্টের বোঝা অনেকটাই লাঘব হবে বলে আমাদের বিশ্বাস। শুধু শিক্ষা সামগ্রী নয়, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য বাঘাইহাট জোন (৬ ই বেঙ্গল) এর পক্ষ থেকে আরও অনেক কিছু করার চিন্তা ভাবনা আছে বলে জানান প্রধান অতিথি। এ ছাড়া শিক্ষার্থীদের ঝরেপড়া সহ প্রাথমিক শিক্ষার অন্যান্য সমস্যাগুলোর যদি প্রতিকার করা যায়, তাহলে এ দেশের নতুন প্রজন্ম শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে উঠতে পারবে, যা একটি জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারন আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিশুরা আগামী দিনের দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠবে বলে বিশ্বাস করেন জোন কমান্ডার, বাঘাইহাট জোন ।

এছাড়াও তিনি স্কুল শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে কুশলাদি বিনিময় করেন ও শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে বক্তব্য প্রদান করেন। বাঘাইহাট জোন কর্তৃক এরকম একটি মহৎ উদ্দ্যোগে অত্র অঞ্চলের পাহাড়ি-বাঙ্গালি উভয় শিক্ষার্থীদের মাঝেই একটি আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category