মোঃ আসিফ ইসলাম সাইফ,বাঘাইছড়ি|আবু সৈয়দ এম হাশিম স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৯ঘটিকায় রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আবু সৈয়দ এম হাশিম স্কুল এন্ড কলেজ মাঠে এ ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে সকাল সাড়ে ৮ঘটিকায় জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কার্যসূচি শুরু করেন।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন জনাব মোঃ বাহার উদ্দিন সরকার বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য ও সাবেক কাউন্সিল ৩নং ওয়ার্ড বাঘাইছড়ি পৌরসভা।এতে সঞ্চালনায় করেন অএ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সম্মানিত সদস্য জনাব মোঃ ওমর ফারুক।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ হাবিবুল্লাহ মহোদয়, বিদ্যালয়ের সম্মানিত শিক্ষা-পরিচালক ও উপ-সহকারী কৃষি অফিসার বাঘাইছড়ি, এছাড়া বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অএ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক জনাব মোঃ কুতুব উদ্দিন, ক্রীড়া প্রশিক্ষক জনাব মোঃ হাছান ভিডিপি, তুলাবান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মাওলানা নিয়ামত, মোঃ ফয়েজ আহমেদ, আব্দুল বারেক সহ আরো অতিথি ও অভিভাবকবিন্দু।
এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ১৭টিরও বেশি খেলাধুলা ও অন্যান্য বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ‘যেমন খুশি তেমন সাজো, অংক দোর,সৃতি পরিক্ষা, কবিতা আবৃত্তি সহ বিশেষ আর্কষণ হিসেবে রেখেছে অভিভাবকদের বালিশ বদল প্রতিযোগিতা।
এসময় দিক-নির্দেশনামূলক আলোচনায় বক্তারা বলেন, ‘নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে সহশিক্ষার গুরুত্ব অপরিসীম। তাই লেখাপড়ার পাশাপাশি প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে খেলাধুলার বিকল্প নেই। অভিভাবকদের উচিত ছেলেমেয়েদের পড়াশোনাসহ অন্যান্য গঠনমূলক সহশিক্ষায় নিয়োজিত করা। পরে বিকাল ৩ঘটিকায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।