• বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
বাঘাইছড়ি থানা পরিদর্শন করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক  কাচালং সরকারি মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শনে রাঙ্গামাটি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট  মোহাম্মদ হাবীব উল্লাহ বাঘাইছড়িতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাঘাইছড়িতে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উগলছড়ি দক্ষিণ পাড়া প্রাথ-প্রাথমিক কেন্দ্রে শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ বাঘাইছড়িতে নবাগত ইউএনও কে যুব রেড ক্রিসেন্টের শুভেচ্ছা দুর্গম পাহাড়ে উন্নয়নের সাথে শিক্ষার আলো ছড়াচ্ছে সেনাবাহিনীর ৩৪ ইসিবি বাঘাইছড়িতে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত মারিশ্যা জোন (২৭ বিজিবি) কর্তৃক অবৈধ সেগুন কাঠ আটক বাঘাইহাটে বিজিবি কর্তৃক ‘‘মৎস সপ্তাহ-২০২৫” উদযাপন

বাঘাইছড়িতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

admin / ৫২ Time View
Update : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

বাঘাইছড়ি প্রতিনিধি।রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষকবৃন্দ, হেডম্যান-কার্বারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবীব উল্লাহ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবির আহমদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হেডম্যান-কার্বারী, ইউপি মেম্বার সহ সরকারি কর্মকর্তা শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

কাচালং সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার শাহিন আল মামুন, এছাড়াও বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমা, কাচালং দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ওমর ফারুক, হেডম্যান কার্বারীদের পক্ষে হেডম্যান জৈপুইথাং ত্রিপুরা, বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি আব্দুল মাবুদ, জনপ্রতিনিধিদের পক্ষে মারিশ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপন চাকমা।

এসময় বক্তারা বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন সমস্যা বিশেষ করে অতিরিক্ত বন্যা, হাসপাতালে চিকিৎসক সংকট ও ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণ, ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন, বেরীবাধ নির্মাণ, কাচালং বাজার প্রতিস্থাপন, স্থায়ী সনদ প্রাপ্তিতে সমস্যা, কাপ্তাই হ্রদের পানি নিস্কাশন, নেটওয়ার্ক সমস্যার সমাধানের জন্য আবেদন জানানো হয়।

এসময় জেলা প্রশাসক হাবীন উল্লাহ সকলকে উন্নয়নমূলক কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান এবং বাঘাইছড়িকে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তুলতে একযোগে কাজ করার উপর গুরুত্বারোপ করেন, বিশেষ করে শিক্ষার মান উন্নয়নে সকলকে অগ্রণী ভুমিকা রাখার আহবান জানান। যেসকল সমস্যার বিষয় গুলা উপস্থাপন হয়েছে সেগুলা আমলে নেয়া হয়েছে এবং দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category