মোঃ আসিফ ইসলাম সাইফ(বাঘাইছড়ি) প্রতিনিধি:
রাঙ্গামাটি বাঘাইছড়িতে ইসলামীক ফাউন্ডেশনের পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় উগলছড়ি দক্ষিণ পাড়া প্রাথ-প্রাথমিক ২৯৮ নং কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে।
সোমবার (পহেলা সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ঘটিকায় উগলছড়ি দক্ষিণ পাড়া প্রাক-প্রাকমিক কেন্দ্রের শিক্ষক মোঃ ফারুক আজম মিরাজ তাঁর ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার্থীদের হাতে ছাতা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলার মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের পরিদর্শক মোঃ আনোয়ার হোসেন সহ শিক্ষার্থীদের অবিভাবকবৃন্দ।
এসময় মোঃ ফারুক আজম মিরাজ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং বৃষ্টির মৌসুমে যেন তারা কষ্ট ছাড়াই বিদ্যালয়ে আসতে পারে সেই চিন্তা থেকেই এ আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।
স্থানীয় অভিভাবকরা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এতে শিশুদের পড়াশোনায় আগ্রহ বাড়বে এবং ঝড়-বৃষ্টি কিংবা রোদে স্কুলে আসতে আর সমস্যা হবে না।