বাঘাইছড়ি প্রতিনিধি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর উদ্যোগে পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল আনুমানিক ১১টার দিকে জোন কমান্ডারের দিকনির্দেশনায় সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মারিশ্যা কাঠ লোডিং পয়েন্টে কাঠ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল পরিত্যক্ত অবস্থায় ২৯০ ঘনফুট অবৈধ সেগুন কাঠ উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য প্রায় ৪ লক্ষ ৩৫ হাজার টাকা।
মারিশ্যা জোনের সম্মানিত জোন কমান্ডার লে. কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, “আমরা দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করছি। ভবিষ্যতেও এই ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।