রাঙামাটি পার্বত্য জেলায় বসবাসরত বিভিন্ন জনগোষ্ঠীর সাংস্কৃতিক কর্মকাণ্ডের উন্নয়ন ও ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে আজ তনচংগ্যা জনগোষ্ঠীর পক্ষে দূর্লভ ও ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সরঞ্জাম হস্তান্তর করা হয়।
এসময় মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ মহোদয় উপস্থিত ছিলেন। তিনি বলেন, “পার্বত্য চট্টগ্রামের প্রতিটি জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। জেলা প্রশাসন সবসময় এই উদ্যোগে সহযোগিতা করবে।”
এই উদ্যোগকে তনচংগ্যা জনগোষ্ঠীর প্রতিনিধিরা কৃতজ্ঞতার সাথে স্বাগত জানান এবং জেলা প্রশাসনের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
জেলা প্রশাসনের এই পদক্ষেপ পার্বত্য অঞ্চলের নৃতাত্ত্বিক বৈচিত্র্য ও সাংস্কৃতিক উত্তরাধিকার সংরক্ষণে বিশেষ ভূমিকা রাখবে বলে রাঙ্গামাটি জেলা প্রশাসন মনে করে।