প্রবীর সুমন খাগড়াছড়ি প্রতিনিধি,মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা, এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া'র পৃষ্ঠপোষকতায় খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বাংলাদেশের প্রাণের উৎসব পহেলা বৈশাখ-১৪৩২,
সোমবার (১৪ মার্চ, ০১,০১,১৪৩২ বাংলা) সকাল ১০: ০০ টায় জেলার মুক্তমঞ্চ হতে আনন্দ শোভাযাত্রা করে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় ক্যাম্পাস বটতলায় এসে আনন্দ শোভাযাত্রা টি শেষ হয়ে বর্ষবরণ মুল অনুষ্ঠানের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়া।
উদ্ভোধনী বক্তব্যে ওয়াদুদ ভূইয়া বলেন, পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব, চিরাচরিত গ্রামীণ বাংলার রূপ ফুটে উঠেছে আজকের বর্ষবরণ ১৪৩২ উদযাপন অনুষ্ঠানে। এটি এদেশে শত শত বছরের ঐতিহ্য। তাছাড়া এই বর্ষবরণ অনুষ্ঠানের মাধ্যমে সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মিলন মেলা ঘটে এবং সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হয়।
পহেলা বৈশাখ উদযাপন কমিটি, খাগড়াছড়ির আয়োজনে এই আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন উপজেলার হিন্দু, মুসলিম, বড়ুয়া, চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের মানুষ নিজস্ব সংস্কৃতির সাজে এই পহেলা বৈশাখ উদযাপনের জন্য অংশগ্রহণ করেন।
এসময় সনাতন সমাজ কল্যাণ পরিষদ, পূজা উদযাপন কমিটি, ও উপজেলা বড়ুয়া সমাজ কল্যাণ পরিষদ দীঘিনালার নেতৃবৃন্দসহ জেলার অন্যান্য উপজেলার বিভিন্ন সম্প্রদায়ের সামাজিক সংগঠনের পক্ষ থেকে সাবেক সংসদ ওয়াদুদ ভূইয়া'কে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
পহেলা বৈশাখে উদযাপন কমিটির আহ্বায়ক বলেন, পহেলা বৈশাখ উপলক্ষে বটতলায় বিভিন্ন স্টলে বাহারী সাজ ফুটে উঠেছে বাংলা কৃষ্টি সংস্কৃতি পান্তা ইলিশসহ নানা আয়োজন রয়েছে, এই আয়োজনে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে সার্বিক সহযোগিতা করেছেন প্রধান অতিথি সাবেক সাংসদ ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
পহেলা বৈশাখ উদযাপনে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন যুব রেড ক্রিসেন্টসহ নানা শ্রেণী পেশার কয়েক হাজার মানুষের অংশগ্রহণে এক খন্ড গ্রামীণ বাংলার প্রতিচ্ছবি ফুটে ওঠে সামগ্রিক আয়োজন ঘিরে।