• শনিবার, ২৪ মে ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম

বাঘাইছড়িতে বিএনপির পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী

admin / ১৫০ Time View
Update : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

মোঃ তোফাজ্জল হোসেন(বাঘাইছড়ি)। রাঙ্গামাটির বাঘাইছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাঘাইছড়ি উপজেলা , পৌর শাখা অঙ্গ ও সহযোগী সংগঠনের অংশগ্রহণে পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় বাঘাইছড়ি বিএনপির দলীয় কার্যালয় সম্মুখ হতে বর্ণাঢ্য র‍্যালী বের করে উপজেলা’র গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষীণ করে চৌমুহনী মুক্ত মঞ্চে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‍্যালীতে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

বর্ণাঢ্য র‍্যালীতে উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী,পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আলম সহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

র‍্যালী’র শেষে বক্তারা বলেন, বাঙ্গালী জাতির সবচেয়ে বড় অসাম্প্রদায়িক উৎসব পহেলা বৈশাখ। নববর্ষের আনন্দে ভাসছে আজ সারা দেশ। আজকের দিনটি শুধুই বাঙালির আনন্দ উৎসবের দিন । এই দিনে তারা অস্তিত্বের জানান দেয় প্রাণে প্রাণে, উৎসবে। বিশ্বকে বলে দেয়-আমি বাংলাদেশি, আমি বাঙালি; আমার আছে গর্বের ইতিহাস।

সংকল্প গড়ার এক নতুন আগামী। অতীত বেদনাকে ভুলে প্রতিনিয়ত এগিয়ে যাওয়ার ইচ্ছা। বিগত বছর কে দূরে ঠেলে আজ বাংলাভাষীদের স্বপ্ন দেখার দিন, নতুন আলোয় অবগাহনের দিন, আনন্দে মেতে উঠার দিন। হাজার বছরের ঐতিহ্যের বহমানতায় বাংলাদেশের ঘরে ঘরে আজ উৎসবের আমেজ।

বক্তারা বলেন, এ দেশের মানুষ আওয়ামী লীগের ফ্যাসিবাদের জাঁতাকলে পিষ্ট হয়েছে প্রায় ১৭ বছর আনন্দ, উচ্ছ্বাসে মেতে উঠতে পারেনি। মানুষকে ভাবের প্রকাশ করতে হয়েছে ফ্যাসিবাদী সরকারের নিয়ন্ত্রিত এক পরিবেশে। সেই ফ্যাসিবাদের নাগপাশ কাটিয়ে এ বছর এক মুক্ত আবহে, মুক্ত বাতাসে বাঙালির জীবনে এসেছে পহেলা বৈশাখ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category