বাঘাইছড়ি প্রতিনিধি:- বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন ও খাদেমদের মাঝে রাঙ্গামাটি জেলা পরিষদের পক্ষ থেকে ঈদ উপহার (নগদ অর্থ) বিতরণ করা হয়েছে।
রবিবার (৩০ মার্চ) বেলা ৩ঘটিকায় জেলা পরিষদ বিশ্রামাগারে উপজেলার মোট ৮৩ জন মসজিদে দায়িত্বশীল ইমাম-মুয়াজ্জিন ও খাদেমদের নিকট ঈদ উপহার তুলে দেওয়া হয়।
এসময় বাঘাইছড়ি ইসলামী ফাউন্ডেশন এর মডেল কেয়ারটেকার মোঃ বোরহান উদ্দিন এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য দেব প্রসাদ দেওয়ান।
এসময় আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল কাইয়ুম,উপজেলা সদর মসজিদে খতিব মাওলানা ফয়জুল আমিন কুতুবী,পশ্চিম মুসলিম ব্লক জামে মসজিদের খতিব মাওলানা কবির আহমেদ, চৌমুহনী জামে মসজিদের খতিব মাওলানা আজিজুর রহমান,উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা সোলাইমান হোসেন খান সহ বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন,সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।