প্রবীর সুমন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি| ফিলিস্তিনিদের উপর ইসরাইলি বর্বরোচিত হামলা ও ভারতের নাগপুরসহ বিভিন্ন অঞ্চলে মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) খাগড়াছড়ির দীঘিনালায় জুমার নামাজের পর দীঘিনালা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা এম এ জামানুল হাসান জামিল এর সভাপতিত্বে বিভিন্ন মসজিদ থেকে প্রতিবাদী স্লোগান দিয়ে মিছিল বের হয়ে কলেজের নিচে হলুদ চত্বরে হাজারো মানুষ একত্রিত হয়ে এই প্রতিবাদ সমাবেশ করেন।
এই সময় দীঘিনালা বাস টার্মিনাল জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. রুহুল আমিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ (দীঘিনালা শাখা) সভাপতি মো. আশরাফুল, বোয়ালখালী বাজার জামে মসজিদের ইমাম হযরত মাও: হাবিবুর রহমান, হাচিনসন পুর জামে মসজিদের ইমাম হযরত মাও: আরমান রহমানী এবং পূর্ব হাসিনসনপুর জামে মসজিদের ইমাম হযরত মাও: কাওসার আজিজী বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান এবং ভারতের নাগপুরসহ বিভিন্ন অঞ্চলে মুসলমানদের ওপর নির্যাতনের বিরুদ্ধে তীব্র নিন্দা প্রকাশ করেন।
এসময় হাফেজ মাওলানা মো. রুহুল আমিন বলেন, “ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর অবিরাম বোমাবর্ষণ এবং ভারতের নাগপুরসহ বিভিন্ন স্থানে মুসলমানদের ওপর নির্যাতন মানবতার বিরোধী অপরাধ। বিশ্ববাসীকে এসব বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং ইসরাইলি পণ্য বয়কটের মাধ্যমে তাদের প্রতি প্রতিবাদ জানাতে হবে।”
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দীঘিনালা শাখা সভাপতি মো. আশরাফুল বলেন, “ফিলিস্তিনের মজলুম মুসলমানদের উপর বর্বরোচিত হামলা বন্ধ করতে বিশ্ব সম্প্রদায়কে জোরালো পদক্ষেপ নিতে হবে।
পরে সমাবেশ শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন, এতে ফিলিস্তিনসহ সারা বিশ্বের নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করা হয়।