মোঃ আসিফ ইসলাম সাইফ,বাঘাইছড়ি প্রতিনিধি: রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলা'র সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মুসলিম ব্লক দারুস সুন্নাহ তাহফিজুল কুরআন মাদ্রাসা ও পরিচালনা কমিটি'র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
মঙ্গলবার (১১মার্চ) বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক দারুস সুন্নাহ তাহফিজুল কুরআন মাদ্রাসা'র ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা'র পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, ৩৩নং মারিশ্যা ইউনিয়নের চেয়ারম্যান বাবু আপন চাকমা সহ মাদ্রাসা'র শিক্ষক-শিক্ষার্থী, অত্র মাদ্রাসা'র পরিচালনা কমিটি'র সদস্য ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসা'র মোহতামিম ও বাঘাইছড়ি উপজেলা মডেল মসজিদের খতিব মাওঃ মুফতি সোলাইমান খাঁন।
পরিশেষে মাদ্রাসা পরিচালনা করতে সকলের কাছে সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন অত্র মাদ্রাসার মোহতামিম|