বাঘাইছড়ি। সাজেকের ভয়াবহ অগ্নিকাণ্ড: আমাদের হৃদয়ে গভীর ক্ষত
সাজেকের বুকে আজ যে বিভীষিকা নেমে এসেছে, তা ভাষায় প্রকাশের মতো নয়। ৪১টি রিসোর্ট-কটেজ-রেস্তোরা, স্থানীয় বাসিন্দাদের ঘরবাড়ি—সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। পর্যটনের স্বপ্নভূমি সাজেক আজ ধ্বংসস্তূপ।
আমি গভীর শোক প্রকাশ করছি ক্ষতিগ্রস্ত সকল ব্যবসায়ী, কর্মচারী ও স্থানীয় পরিবারগুলোর প্রতি। তাদের চোখের সামনে জীবনের সব সঞ্চয় ধ্বংস হয়ে গেছে, ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।
সাজেক কেবল পর্যটন নয়, এটি ছিল রাঙ্গামাটির গর্ব, ছিল মানুষের জীবন-জীবিকার উৎস। এই বিপর্যয়ের ক্ষতি পুষিয়ে উঠতে দীর্ঘ সময় লাগবে। আমরা সরকারের কাছে দাবি জানাই, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হোক।
এছাড়া, আজকের এই ভয়াবহ অগ্নিকাণ্ড প্রমাণ করে দিয়েছে যে, বাঘাইছড়িতে জরুরি ভিত্তিতে একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা অত্যন্ত প্রয়োজন। নিকটবর্তী কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লেগেছে, ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ ভয়াবহ আকার ধারণ করেছে। আমরা জোরালোভাবে দাবি জানাই, বাঘাইছড়িতে দ্রুত ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হোক, যেন ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
এছাড়া, যেসব ব্যবসায়ী ও স্থানীয়রা তাদের সর্বস্ব হারিয়েছেন, তাদের দ্রুত পুনর্বাসন করা প্রয়োজন। প্রশাসনের উচিত ক্ষতিগ্রস্তদের জন্য সুদমুক্ত ব্যাংক ঋণের ব্যবস্থা করা, যাতে তারা আবার তাদের রিসোর্ট, কটেজ ও ব্যবসা পুনর্নির্মাণ করতে পারেন। সাজেককে আবার আগের রূপে ফিরিয়ে আনতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
সাজেক পর্যটনের বিকাশে খাগড়াছড়ি রিজিয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আজ যখন সাজেক ভয়াবহ বিপর্যয়ের মুখে, তখন আমরা মাননীয় খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারের সহায়তা চাই। তাঁদের সহযোগিতা সাজেকের পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা আশা করি, তাঁরা দ্রুত সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।
তবে এই সংকট মোকাবিলায় শুধু সামরিক প্রশাসন নয়, বেসামরিক প্রশাসনেরও দায়িত্ব রয়েছে। তাই আমরা রাঙ্গামাটি জেলার মাননীয় জেলা প্রশাসক এবং বাঘাইছড়ি উপজেলার মাননীয় নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সহযোগিতা কামনা করছি। তাঁরা যেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়দের পাশে দাঁড়ান এবং পুনর্বাসন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করেন।
এই দুর্যোগে সবাইকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানাই। সাজেকের পুনর্জন্ম হবে, আমরা আবার স্বপ্ন দেখব। কিন্তু আজ শুধুই শোকের দিন...
নিজাম উদ্দিন বাবু
সভাপতি, বাঘাইছড়ি পৌর বিএনপি