মোঃ আসিফ ইসলাম সাইফ,বাঘাইছড়ি প্রতিনিধি।রাঙ্গামাটি বাঘাইছড়িতে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) বিকেল ৩ ঘটিকায় কাচালং সরকারি ডিগ্রি কলেজ মাঠে ২৭ বিজিবি এর জমকালো আয়োজনে খেলাটি অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মারিশ্যা (২৭ বিজিবি) জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার, কাচালং সরকারি ডিগ্রি কলেজ এর (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ কামাল হোসেন মীর, বাঘাইছড়ি থানা'র অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।
উক্ত খেলায় প্রতিদ্বন্দ্বীতা করেন "মারিশ্যা জোন" বনাম "রাঙ্গামাটি রিজার্ভ বাজার ফুটবল একাডেমি"। নির্ধারিত সময়ে শেষে মারিশ্যা জোনকে ৩-০ গোলে পরাজিত করে রিজার্ভ বাজার ফুটবল একাডেমি রাঙ্গামাটি জেলা দল বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। পরে উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা।