• রবিবার, ২৫ মে ২০২৫, ০১:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম

বাঘাইছড়িতে তাঁতিদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

admin / ৮০ Time View
Update : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

মোঃ আসিফ ইসলাম সাইফ,বাঘাইছড়ি প্রতিনিধি। বিএনপির অন্যতম অঙ্গসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ মঙ্গলবার। ১৯৮০ সালের ১৮ ফেব্রুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন।

রাঙ্গামাটি বাঘাইছড়িতে ১৮ ফেব্রুয়ারী (মঙ্গলবার) সকাল ৮ ঘটিকায় বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে উপজেলা তাঁতিদলের সভাপতি রনল বিকাশ চাকমা, উপজেলা তাঁতিদলের সাধারণ সম্পাদক মোঃ আলী আকবর,উপজেলা সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান সবুজ, পৌর তাঁতিদলের সভাপতি মোঃ খিজির আহমদ,পৌর তাঁতিদলের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সবুজ,পৌর তাঁতিদলের সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল সহ উপজেলা ও পৌর তাঁতিদলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিকাল সাড়ে ৩ টায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং তাঁতিদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের অংশগ্রহণে চৌমুহনী শাপলা চত্বর হতে বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী মুক্ত মঞ্চে এসে অর্ধশতাধিক হতদরিদ্রের মাঝে বস্ত্র বিতরণ করেন।

আয়োজিত কর্মসূচি সমুহে বাঘাইছড়ি পৌর তাঁতিদলের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সবুজ এর সঞ্চালনায়ের সভাপতিত্ব করেন উপজেলা তাঁতিদলের সভাপতি রনল বিকাশ চাকমা।


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন বাবু,
বিশেষ অতিথিদের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম,পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমতুল্লাহ খাজা, জেলা বিএনপির সহ কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারী সহ জেলা, উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা “তাঁতিদলকে ধন্যবাদ জানিয়ে বলেন ১৯৮০ সালের ১৮ ফেব্রুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। “তাঁতিদল শুধু বিএনপির অঙ্গসংগঠন নয়, এটি বাংলাদেশের তাঁত শিল্প ও তাঁতশিল্পীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে তাঁতিদল দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় তাঁতিদলের ভূমিকা সবসময় গুরুত্বপূর্ণ ছিল এবং ভবিষ্যতেও থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category