বাঘাইছড়ি প্রতিনিধি। রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলাধীন মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) কর্তৃক বিদেশী সিগারেট জব্দ করা হয়েছে।
২৫ জানুয়ারি৭.৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের নায়েব সুবেদার মোঃ কামাল হোসেন এর নেতৃত্বে ব্যাটালিয়নের অধীনস্থ প্রশিক্ষণ টিলা বিজিবি ক্যাম্পের চেকপোষ্টে মারিশ্যা হতে রাঙ্গামাটি গামী চাঁন্দের গাড়ী তল্লাশি করে দুইটি লাগেজ ভর্তি অবৈধ বিদেশী সিগারেট মালিকবিহীন অবস্থায় জব্দ করতে সক্ষম হয়।
জব্দকৃত সিগারেট এবং লাগেজের আনুমানিক সিজার মূল্য ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা। জব্দকৃত মালামাল সিজারের মাধ্যমে কাষ্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।