• শনিবার, ২৪ মে ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম

সাজেকে শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে সেনাবাহিনীর বাঘাইহাট জোন

admin / ১৭০ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

বাঘাইছড়ি প্রতিনিধি। সাজেকে শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে সেনাবাহিনীর বাঘাইহাট জোন।

আজ (বৃহস্পতিবার) ২৩ জানুয়ারী ২০২৫ ইং তারিখে মাচালং বাজার এলাকায় হতদরিদ্র ও অসহায় অসুস্থ স্থানীয় তিন শতাধিক জনসাধারণ এর মাঝে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে, বাঘাইহাট জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ খায়রুল আমিন, পিএসসি, ৬ই বেঙ্গল এর নির্দেশে মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যাম্পেইনটি আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোন।
দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পেইনে বাঘাইহাট জোন এর মাচালং আর্মি ক্যাম্প এর ক্যাম্প কমান্ডার মেজর তানভীর আহমেদ খাঁন এর উপস্থিতিতে রোগী দেখেন ৬ ই বেঙ্গল বাঘাইহাট জোনের আরএমও ক্যাপ্টেন শাহ নেওয়াজ সুশান, এমবিবিএস, এএমসি।

স্থানীয় জনসাধারন সেনাবাহিনীর এ সকল জনকল্যানমূলক কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছে। ভুক্তভোগী সাধারণ জনগণ বলেন আমাদের এই এলাকায় কোন হাসপাতাল নেই আমাদের চিকিৎসা এবং ঔষধের জন্য ভুক্তভোগী হতে হয়।

জোন কমান্ডার বলেনঃ এই এলাকাটিতে কোন হাসপাতাল ও চিকিৎসক না থাকায় আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে চিকিৎসা সেবা এবং বিনা মুল্যে ঔষধ বিতরনের আয়োজন করেছি। সেনাবাহিনী সব সময় দেশের এবং মানুষের কল্যানের জন্য কাজ করে থাকে এবং ভবিষ্যতেও এ কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত কল্পে নিয়মিতভাবে এই ক্যাম্পেইনের আয়োজন করা হবে বলে আশ্বাস দেন।

ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী দুর্গম এলাকায় চিকিৎসা সেবায় সাহযোগিতা করবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category