• রবিবার, ২৫ মে ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম

সাজেকে সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করেছে বাঘাইহাট জোন

admin / ৯০ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক। রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়নে বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে দুস্থ অসহায় বয়স্ক মানুষের জন্য শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়েছে।

রোজ বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) ২০২৫ইং তারিখ সাজেক ইউনিয়নে ০৪ ও ০৫ নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামের হত দরিদ্র ও দুস্থ পাহাড়ী ও বাঙালি পরিবারের মাঝে ২০০ জন পাহাড়ী ও বাঙালি জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন লেঃ কর্ণেল মোঃ খায়রুল আমিন পিএসসি, অধিনায়ক ৬ ই বেঙ্গল, বাঘাইহাট জোন কমান্ডার, এছাড়াও উপস্থিত ছিলেন মেজর মোঃ আবু নাঈম খন্দকার, উপ অধিনায়ক (ভারপ্রাপ্ত), ৬ ই বেঙ্গল, বাঘাইহাট জোন।
বাঘাইহাট জোন এর আওতাধীন গঙ্গারাম বাজার এবং বাঘাইহাট বাজার এলাকায় দুইশত স্থানীয় পাহাড়ি ও বাঙ্গালি জনসাধারণের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে সেনাবাহিনীর বাঘাইহাট জোন।

এছাড়া আরো উপস্থিত ছিলেনঃ
৩৬নং সাজেকে ইউনিয়নের ০৪নং ওয়ার্ডের মেম্বার দয়াধন চাকমা ও ০৪,০৫,০৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার সুমিতা চাকমা, বিশিষ্ট ব্যাবসায়ী আনোয়ার হোসেন, রায়হান উদ্দিন, ঈসমাইল হোসেন এবং এলাকার কার্বারী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেনঃ
দুর্গম পাহাড়ি এলাকায় জনসাধারণ শীতে অনেক কষ্ট পাচ্ছে। তাই সবাইকে একত্রিত করে দেওয়া সম্ভব নয় বিধায় তাদের যাতায়াতের কথা চিন্তা করে বয়স্ক ব্যক্তিদের কষ্ট লাগবে এজন্য আজ আমরা গঙ্গারাম ও বাঘাইহাট বাজার এলাকায় কম্বল বিতরণের আয়োজন করেছি। এই শীতে সাধারণ মানুষের পাশে থাকতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সেনাবাহিনী সব সময় দেশের ও মানুষের কল্যানের জন্য কাজ করে থাকে এবং ভবিষ্যতেও এ কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাবেন বলে আশ্বাস দেন তিনি।

তিনি আরো বলেনঃ
সাধারণ মানুষ এই তীব্র শীতে যেন কষ্টে না থাকে সে জন্য এই ধরনের উদ্যোগে মানবিক সহায়তার মাধ্যমে নিরাপত্তা বাহিনী শান্তি প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category