আবদুল মাবুদ, বাঘাইছড়ি।রাঙামাটি বাঘাইছড়িতে দুই দিন ব্যাপি নারী ও পুরুষদের নিয়ে কৃষি উন্নয়ন মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার করনের লক্ষে প্রশিক্ষন কর্মশলা অনুষ্ঠীত হয়েছে।
২ জানুয়ারী বৃহস্পতিবার সকালে ১১ ঘটিকার উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে, উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৪-২৫ অর্থবছরে নারী ও পুরুষদের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার করনের আওতায় বাঘাইছড়ি উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর থেকে বাঘাইছড়ি উপজেলার পৌরসভা সহ ৮ টি ইউনিয়ন থেকে ৬০ জন নারী ও পুরুষদের মধো এই প্রশিক্ষণ প্রদান করা হয়।
এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ মনিরুজ্জামান, রাঙামাটি জেলার কৃষি অধিদপ্তরের প্রশিক্ষন কর্মকর্তা আপ্রু মারমা উপজেলা কৃষি অফিসার মোঃ আসাদুজ্জামান,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সিদ্বার্থ রায়, উপ সহকারী কৃষি অফিসার তোফায়েল আহমেদ,
প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, বাংলাদেশে প্রায় ১৮ কোটি মানুষের বসবাস। দিন দিন নারী ও পুরুষ শিশু সহ পুষ্টিহীনতায় ভোগছে। বিভিন্ন সবজি চাষের মাধ্যমে পুষ্টি জাতীয় উৎপাদন করে খাবার আহরন করলে পুষ্টি হীনতম ভুগতে হবে না। । বর্তমানে পাহাড়ে যেসব আনাবাদি জমি রয়েছে, তা আমাদের বিভিন্ন আধুনিক প্রযুক্তির মাধ্যমে উৎপাদনশীলতা বাড়িয়ে খাদ্যর মাধ্যমে পুষ্টির উপর জোর দিতে হবে ।