মোঃ আসিফ ইসলাম সাইফ,বাঘাইছড়ি ।রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং সরকারি ডিগ্রি কলেজ মাঠে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২রা জানুয়ারী) বিকেল ৩ ঘটিকায় কাচালং সরকারি ডিগ্রি কলেজ মাঠে বাঘাইছড়ি উপজেলা ছাত্রদলের আয়োজনে খেলাটি অনুষ্ঠিত হয়।
এসময় সভাপতিত্বে করেন বাঘাইছড়ি উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ হুমায়ুন রশিদ।
ও সঞ্চয়লনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সরোয়ার গাজী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন বাবু।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমতুল্লাহ খাজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম,বাঘাইছড়ি থানার অফিসার ইনসার্চ মোঃ হুমায়ুন কবির সহ উপজেলা, পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রীতি ম্যাচে প্রতিদ্বন্দ্বীতা করেন বাঘাইছড়ি উপজেলা ছাত্রদল বনাম বাঘাইছড়ি পৌর ছাত্রদল।নির্ধারিত সময় শেষে উভয় দল ০-০ সমতায় করেন। পরে উভয় দলকে বিজয়ী ঘোষণা করেন। পরে উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা।