মোঃ আসিফ ইসলাম সাইফ,বাঘাইছড়ি। ক্বিরাতুল কোরআন মডেল একাডেমি’র ৩য় তম সালামা জলসা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ই ডিসেম্বর) বাদ আসর থেকে বাঘাইছড়ি মডেল টাউন জামে মসজিদ সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত হয়।
সালানা জলসায় সঞ্চয়লনা করেন বাঘাইহাট কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা হাফেজ রাশেদুল ইসলাম নিজামী।
সালানা জলসায় সভাপতিত্ব করেন একাডেমি’র প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওঃ কাউছার উদ্দিন নূরী সাহেব।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গানালা তৈয়্যরিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার শাহজাদা সৈয়দ আব্দুল বারী সাহেব।
সালানা জলসায় মেহমানে আ’লা হিসেবে তাসরিফ আনলেন শায়খুল হাদীস জামিয়া আহমাদিয়া সুন্নিয়া আলিয়া চট্টগ্রাম থেকে আগত আল্লামা সোলাইমান আনসারী সাহেব।
উক্ত সালানা জলসায় প্রধান আলোচক হিসেবে তাসরিফ আনলেন চট্টগ্রাম জামিয়া অদুদিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মুফতী আবুল হাশেম আল কাদেরী সাহেব।
বিশেষ আলোচক হিসেবে তাসরিফ আনলেন মাওলানা নিজাম উদ্দিন কাদেরী, মাওলানা আব্দুস সবুর, মাওলানা কবির আহাম্মদ সাহেব সহ আরো দেশ বরেণ্য সম্মানিত ওলামায়ে কেরামগন।
উক্ত সালানা জলসায় শ্রোতাদের মনজয় করলেন বিশিষ্ট নাথ খাঁ শায়ের মাওলানা মহিউদ্দিন তানভীর কাদেরী।
সালানা জলসায় বাঘাইছড়ি উপজেলার সহ আশপাশের এলাকার হাজারো ধর্ম প্রাণ মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা দেশ ও জাতির কল্যাণের পাশাপাশি বিভিন্ন ইসলামী বক্তব্য তুলে ধরে আলোচনা করেন। পরে দেশ জাতি ও নিজেদের কল্যাণে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সালানা জলসা সমাপ্তি হয়