• মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
বাঘাইছড়িতে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেছে- রহমত উল্লাহ খাজা সন্তু লারমা ভারতে : কোন পথে পাহাড়? মে দিবসে শ্রমজীবীদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান ছাত্র-শ্রমিক-জনগণের অভ্যুত্থান নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা সৃষ্টি করেছে : প্রধান উপদেষ্টা মহান মে দিবস আজ বাঘাইছড়িতে মহান মে দিবস পালিত সংবর্ধনা অনুষ্ঠানে বৃহত্তর মুসলিম ব্লক থেকে হাবিবুর রহমানের নেতৃত্বে বিশাল মিছিল  বাঘাইছড়িতে নানা কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দলের সংবর্ধনা অনুষ্ঠান পালিত সংবর্ধনা অনুষ্ঠানে আব্দুর রহমানের নেতৃত্বে বিশাল মিছিল কাপ্তাই হ্রদে মাছ শিকারে তিন মাসের নিষেধাজ্ঞা

চারটি কাগুজে নোটের নকশা বদলাচ্ছে

admin / ২৬০ Time View
Update : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশের চারটি কাগুজে নোটের ডিজাইন পরিবর্তনের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় অনুমোদন দেওয়া হয়েছে। নতুন ডিজাইনে শেখ মুজিবর রহমানের ছবি বাদ দেওয়া হতে পারে।

তবে শেখ মুজিবের ছবিযুক্ত যেসব নোট বর্তমানে বাজারে প্রচলিত রয়েছে সেগুলো চালু থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। আগামী ছয় মাসের মধ্যে নতুন নোট বাজারে আসতে পারে বলে জানিয়েছেন তিনি।

হুসনে আরা শিখা বলেন, “নোটের ডিজাইন পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সেখানে বঙ্গবন্ধুর ছবি বাদ যাবে কি না এমন কোনো কথা বলা হয়নি। ডিজাইনের বিষয়টি খুবই কনফিডেন্সিয়াল।”

বলা হচ্ছে সংশ্লিষ্ট কমিটি নতুন নোটের ডিজাইন করবে। আপাতত ২০ টাকা, ১০০ টাকা, ৫০০ টাকা ও এক হাজার টাকা মূল্যমানের নতুন নোট ছাপানোর কথা রয়েছে। পর্যায়ক্রমে অন্য সব টাকার নোটের ডিজাইনে পরিবর্তন আনা হতে পারে।

বর্তমানে বাংলাদেশের দুই টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত সব কাগুজে নোটে শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে। ধাতব মুদ্রাগুলোতেও তার ছবি রয়েছে।

এর আগে, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ গত ২৯ সেপ্টেম্বর এক চিঠিতে নতুন নোটের বিস্তারিত নকশার প্রস্তাব জমা দিতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করে।

অর্থ বিভাগের চিঠিতে বলা হয়, “বাংলাদেশ ব্যাংকের কারেন্সি অ্যান্ড ডিজাইন অ্যাডভাইজরি কমিটির সুপারিশ গ্রহণ করে যত দ্রুত সম্ভব সুনির্দিষ্ট প্রস্তাব অর্থ বিভাগে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।”

নতুন নোটগুলোয় জুলাই অগাস্ট আন্দোলনের গ্রাফিতি থাকতে পারে বলে জানা গেছে। তবে এ বিষয়ে কোনো কর্তৃপক্ষ নিশ্চিত করে কিছু জানায়নি।

মূলত সরকার পতনের পর গত ৮ আগস্ট নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বাজারে নতুন নোট ছাড়ার সিদ্ধান্ত নেয়।

সূত্র : বিবিসি বাংলা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category