নিজস্ব প্রতিনিধি। বাঘাইছড়ির রুপকারীতে এম এন লারমা'র ৪১ তম মৃত্যু্বার্ষিকী পালন করা হয়েছে। ১০ই নভেম্বর ৮৩ স্মরণে মহান নেতা এম এন লারমা'র ৪১ তম মৃত্যু্বার্ষিকী ও জুম্ম জাতীয় শোক দিবস ২০২৪ ইং উদ্দযাপন করা হয়।
মহান নেতা এমএন লারমাসহ সকল শহিদের স্মরণে সকাল ৮টায় অস্থায়ী শহিদ ব্যাধিতে রূপকারী ও বঙ্গলতলিসহ দুই ইউনিয়নের সর্বস্তরের জনগণ পুষ্পমাল্য অর্পন করেন এবং পুষ্পমাল্য অর্পন শেষে সকল শহিদের স্মরণে ১ মিনিট মনোব্রত পালন করা হয়।
সর্বশেষ সকাল ৯টায় মহান নেতা এমএন লারমাসহ সকল শহিদের স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়,শোক সভায় সভাপতিত্ব করেন ১০ই নভেম্বর ২০২৪ ইং উদ্দযাপন কমিটির আহ্বায়ক শ্রী বিশ্বজিৎ চাকমা (হারিহাপ্পা) হেডম্যান ২৭৭নং রূপকারী মৌজা,উক্ত শোক সভায় যুব সমিতি বাঘাইছড়ি থানা শাখার সাধারণ সম্পাদক শ্রী আসেন্টু চাকমার সঞ্চলনায় স্বাগতিক বক্তব্য রাখেন ১০ ই নভেম্বর উদ্দযাপন কমিটির সদস্য ও বিশিষ্ট কাঠ ব্যবসায়ী বাবু উদয়ন চাকমা।
আরো বক্তব্য রাখেন শ্রী জেসমিন চাকমা ৩৪নং রূপকারী ইউপি চেয়ারম্যান ও সহ সভাপতি জেএসএস বাঘাইছড়ি থানা শাখা, ব্রহ্ম কুমার চাকমা,প্রধান শিক্ষক রূপালী উচ্চ বিদ্যালয়, ৩৫নং বঙ্গলতলি ইউপি সদস্য বাবু উষো প্রিয় চাকমা, ৩৪নং রূপকারী সাবেক চেয়ারম্যান বাবু পারদর্শী চাকমা (পিলিক), ভূবন কান্তি চাকমা,সাবেক ছাত্র নেতা ও প্রগতিশীল চিন্তাধারার ব্যক্তিত্ব, শ্রী জ্ঞান জীব চাকমা,সভাপতি জেএসএস বাঘাইছড়ি থানা শাখা, শ্রী প্রফুল্ল কুমার চাকমা,জেএসএস কেন্দ্রীয় সদস্য, শ্রী সুরেশ কান্তি চাকমা,সহ সভাপতি রাঙ্গামাটি জেলা শাখা, শ্রী নরেশ চাকমা,জেএসএস কেন্দ্রীয় সদস্য প্রমূখ।