দ্যুতি চাকমা,বাঘাইছড়ি সংবাদ প্রতিদিন। রাঙ্গামাটি জেলা বাঘাইছড়ি উপজেলায় তুলাবান গ্রামে যুব কমিটির ও গ্রাম কমিটির উদ্যোগে মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমা(মন্জু) ৪১তম মৃত্যুর বার্ষিকী পালন করা হয়। স্মরণ সভায় সভাপতিত্ব করেন বাবু তুষার কান্তি চাকমা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৩ নং মারিশ্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আপন চাকমা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৩ নং মারিশ্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাবু তুন্টু মনি চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৩ নং মারিশ্যা ইউনিয়ন পরিষদ এর জনপ্রতিনিধি ও তুলাবান গ্রামের সুশীল সমাজের মুরুব্বি বৃন্দ।
সভায় সাগঠিক বক্তব্য ও সৃষ্টি স্মরণ করেন বাবু সুপায়ন চাকমা তিনি এম এন লারমা জম্ম মৃত্যু থেকে তার শিক্ষা জীবনের পথচলা বিপ্লবী সংগ্রাম ও রাজনৈতিক বিষয় তার সাথে ৮(আট)জন শহীদ হয়েছেন যারা
শহীদ মেজর জেনারেল বাবু পরিমল বিকাশ চাকমা( রিপন),শহীদ বাবু শুভেন্দু প্রবাস লারমা(তুফান),শহীদ অর্পণ চরণ চাকমা (সৈকত),শহীদ বাবু কল্যাণ খীসা (জুনি),শহীদ সেকেন্ড লেফটেন্যান্ট বাবু মনিময় দেওয়ান (স্বাগত),শহীদ সেকেন্ড লেফটেন্যান্ট অমর কান্তি চাকমা(মিশুক),শহীদ কর্পোরেল বাবু অর্জুন ত্রিপুরা (সাহস),শহীদ কর্পোরেল বাবু সন্তোষ চাকমা ১৯৮৩সালে ১০শে নভেম্বর অনুমানিক ভোর ৩টা সময় কুক্রিয়ী গিড়ি, পলাশ,দেবেন্দ্র হাতে মির্ম ভাবে শহীদ হন।
প্রধান অতিথি বক্তব্য বলেন আমরা এমএন লারমা শিক্ষায় বিপ্লবী চেতনায় বেসে থাকার অধিকারের সংগ্রাম দেখেছি।নতুন যুব সমাজকে তার আদর্শ অনুভব করার আহবান জানিয়েছেন। সভায় সভাপতিত্ব সবাইকে এমএন লারমার প্রতি শ্রদ্ধা জানিয়ে আর উপস্থিত সভায় কলের মঙ্গল কামনা করে আলোচনা সভা সমাপ্তি করেন।