নিজস্ব প্রতিনিধি। রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় ৭ই নভেম্বর রোজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় সময় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিভিন্ন এলাকা হতে রাজনৈতিক দলের নেতাদের নেত্রীতে তুলাবান, জীবতলি,বাঘাইছড়ি হতে র্যালির মাধ্যমে একত্রিত হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌমূহনীর মুক্ত মঞ্চে আলোচনা সভার অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বাঘাইছড়ি উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ জাবেদ পরিচালনায় সভাপতিত্ব করবেন বাঘাইছড়ি উপজেলা শাখা বিএনপির সভাপতি জনাব মোঃ ওমর আলী।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা শাখা পৌর বিএনপির সভাপতি জনাব মোঃ নিজাম উদ্দীন বাবু। বাঘাইছড়ি উপজেলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ রহমত উল্লাহ খাজা,রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক জনাব মোঃ সেলিম উদ্দিন বাহারীসহ
আর বক্তব্য রাখেন বাঘাইছড়ি উপজেলা শাখা বিভিন্ন রাজনৈতিক নেত্রীবৃন্দ।