• শনিবার, ২৪ মে ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম

রাঙ্গামাটিতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে কিশোরীদের টিকা প্রদান কার্যক্রম শুরু

admin / ৪৮ Time View
Update : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

 

জরায়ুমুখ ক্যান্সার (সার্ভিক্যাল ক্যান্সার) প্রতিরোধে ১০-১৪ বছর বয়সী কিশোরীদের এইচপিভি (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) টিকা প্রদান কার্যক্রম রাঙ্গামাটিতে শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এই কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

টিকা কার্যক্রম উদ্বোধন উপলক্ষে বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন, সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, রাঙ্গামাটি পৌরসভা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) নাসরীন সুলতানা, জেলা শিক্ষা কর্মকর্তা মৃদুল কান্তি দে, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন।

এসময় বক্তারা বলেন, জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে সরকার বিনামূল্যে এই টিকা প্রদান করছে। নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে সরকার কিশোরীদের মাঝে এই টিকাদানের উদ্যেগ গ্রহণ করেছে। বেসরকারিভাবে এই টিকা গ্রহণ ব্যয় সাপেক্ষ, তাই সরকার দেশের সকল কিশোরীদের মাঝে এই টিকা গ্রহণ ও সুস্থতা নিশ্চিত করতে এই ক্যাম্পেইন শুরু করেছে।

বক্তারা আরো বলেন, ১৮ দিনের বিশেষ ক্যাম্পেইনে রাঙ্গামাটির ১০টি উপজেলা ও একটি পৌরসভার ৯৫৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ২৭ হাজার ৯০০ জনকে এই টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রথম দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪৭৩ শিক্ষার্থীকে এই টিকা প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category