নিজস্ব প্রতিবেদক। আগামী কাল রবিবার (২৭ অক্টোবর) জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এইদিনে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমান জাতীয়তাবাদী দলের এ সংগঠনটি প্রতিষ্ঠা করেন।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে যুবদল।এর মধ্যে বাঘাইছড়িতে সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৯ঘটিকায় র্যালি , আনন্দ মিছিল ও চৌমূহনী মুক্ত মঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃআবু বকর সিদ্দিক (মামুন) ও বাঘাইছড়ি পৌর যুবদলের সদস্য সচিব মোঃ ওমর ফারুক সঞ্চালনায় ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দন বাবু।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাঘাইছড়ি উপজেলা যুবদলের আহবায়ক আঃ সবুর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী।
বাঘাইছড়ি উপজেলা বিএনপি সাধারন সম্পাদক মোঃ জাবেদুল আলম,সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি,পৌর বিএনপির সাধারন সম্পাদক মোঃ রহমত উল্লাহ খাজা,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর আলম,, ছাত্র দল,যুবদল,সেচ্ছাসেবকদল। আট ইউনিয়ন ও পৌরসভাসহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
এসময় বাঘাইছড়ি শাখা যুগ্ন আহবায়ক আঃ মাবুদ বলেন, আগামী কালে ২৭ তারিখ বাঘাইছড়ি উপজেলাসহ সারা দেশে ৪৬তম যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হবে। সকলকে উপস্থিত থেকে আগামী কালকের অনুষ্ঠানকে উৎসব মূখর পরিবেশে পালন করাসহ উপস্থিত থেকে সহযোগীতা কামনা করেন।
তিনি আরো বলেন, আওয়ামী লীগের আমলে দুর্নীতি অনিয়ম লুটপাট গুম খুন হয়েছে তাদের বিচারের আওতায় আনতে হবে। । বর্তমানে সরকারের বিভিন্ন দপ্তরে ডিসি ও উপজেলা নিবার্হী অফিসার
আওয়ামী লীগ দোসর হিসাবে কাজ করছে তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার সহ এবং যত দ্রুত সম্ভব নির্বাচনের আয়োজন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ জানান।