স্বৈরচারী আওয়ামী লীগ সহ শক্তিশালী একটি মহল জনগণ থেকে দূরে রাখতে বিএনপির জনপ্রিয় নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে বলে অভিযোগ করেছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া। বুধবার দুপুরে খাগড়াছড়ি সদরের কলাবাগানে নিজ বাস ভবনে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন তিনি।
ওয়াদুদ ভূইয়া বলেন, বিগত সময়েও আমার বিরুদ্ধে আন্তর্জাতিক ও দেশীয় কুচক্রী মহল ষড়যন্ত্রে লিপ্ত ছিল। নির্বাচন সামনে রেখে সে মহল আবারও ষড়যন্ত্র শুরু করেছে। দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়ের আমার বক্তব্যের খণ্ডিত অংশ বিশেষ সামাজিক যোগাযোগ মাধ্যমে কাটছাঁট করে দিয়ে অপপ্রচার করা হচ্ছে। যা আমার ও বিএনপির ইমেজ ক্ষুণ্ন করার অপচেষ্টা। এ সব বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন।