
বিএসপিনিউজ: বাঘাইছড়িতে সাম্প্রতিক কালের সার্বিক বিষয় নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গের অংশগ্রহণে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কাচালং সরকারি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান ও রাঙ্গামাটি জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারীর আহবানে সভা অনুষ্ঠিত হয়।
সোমবার ১৪ অক্টোবর ১১ঘটিকার সময় কাচালং কলেজ অডিটোরিয়ামে এই মত বিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
কাচালং কলেজ অধ্যক্ষ নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ব্যাক্তিবর্গ মতামত প্রকাশ করেন। সভায় বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবির আহমদ

উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দিপ্তীমান চাকমা ও সাগরিকা চাকমা, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, কাচালং মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, কাচালং দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ওমর ফারুক, কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমা, রূপকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও হেডম্যান বিশ্বজিৎ চাকমা, খেদারমারা ইউনিয়নের কার্বারী বিশ্বপ্রিয় চাকমা, সাবেক পৌর কাউন্সিলর ইউসুফ নবী, বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য জান্নাতুল ফেরদৌস, শ্রী শ্রী রক্ষাকালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি এবং প্রতিনিধি ত্রিদিব দেব, বিএনপি নেতা মোহাম্মদ হোসেন ,তুলাবান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্ঞ্যান রঞ্জন চাকমা, বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শান্তি বিকাশ চাকমা, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি নান্তা তালুকদার ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, উপ সহকারী কৃষি কর্মকর্তা আহসান হাবীব, শাহজাহান চৌধুরী প্রমুখ সহ বিভিন্ন শ্রেণীপেশার সুশীল সমাজের নাগরিকরা উপস্থিত ছিলেন।