অনিবার্য কারণবশত পর্যটকদের আগামী ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত রাঙ্গামাটি,বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলায় ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসন।
রোববার (৬ অক্টোবর) বিকেলে এমন তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, পাহাড়ের সার্বিক পরিস্থিতি বিবেচনায় পর্যটকদের নিরাপত্তা এবং যানমালের ক্ষতি এড়াতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জেলা প্রশাসন এক জরুরি সভার মাধ্যমে এমন সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে গত ২৫ সেপ্টেম্বর থেকে একটানা সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করে আসছিল জেলা প্রশাসন। এবার পুরো জেলায় পর্যটকদের ভ্রমণে বিরত থাকার নির্দেশনা দেওয়া হলো।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর খাগড়াছড়িতে মামুন নামের এক যুবককে হত্যার ঘটনাকে কেন্দ্র করে দীঘিনালা, খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে পাহাড়ি-বাঙালি সহিংসতা ছড়ায়। এতে চারজন নিহত ও অনেকে আহত হওয়ার ঘটনা ঘটে।