প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৫, ৫:২২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৪, ৯:৫০ এ.এম
অবসরের ঘোষণা দিলেন সাকিব
সময়টা ভালো যাচ্ছে না। আগের সেই ফর্ম নেই, মাঠের বাইরেও একের পর এক বিতর্ক নাস্তানাবুদ সাকিব আল হাসান। এই মুহূর্তে ভারতে টেস্ট সিরিজ নিয়ে ব্যস্ত থাকা সাকিবের নামে দেশে হয়েছে হত্যা মামলা। সব মিলিয়ে যেন নিজের শেষ দেখতে পাচ্ছিলেন এক সময়ের তিন ফরম্যাটের বিশ্বসেরা এই অলরাউন্ডার। এই আলোচনার মধ্যেই ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে হুট করে সংবাদ সম্মেলনে এসে অবসরের ঘোষণা দিলেন বাঁহাতি এই অলরাউন্ডার।
তবে তিন ফরম্যাটে নয়, আপাতত ওয়ানডে চালিয়ে যাবেন তিনি। কেবল টেস্ট ও টি-টোয়েন্টি থেকেই নিজেকে সরিয়ে রাখার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সেরা এই ক্রিকেটার।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) কানপুর টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান গণমাধ্যমকে নিজেই অবসরের সিদ্ধান্তের কথা জানান।
এ সময় তিনি বলেন, আমার মনে হয় টি-টোয়েন্টি তে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি, মিরপুর টেস্টে (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট।
সাকিব সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে। ওটাই হয়ে থাকছে সাকিবের শেষ। ফলে টি-টোয়েন্টিতে সাকিবকে আর দেখার সম্ভবনা নেই। তবে লাল বলের ক্রিকেটকে বিদায় বলার আগে আরও তিনটি টেস্ট খেলার সুযোগ পাচ্ছেন। শুক্রবার কানপুরে শুরু হতে যাওয়া ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ছাড়াও ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আরও দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। ওই দুটি ম্যাচ খেলেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন বাঁহাতি এই অলরাউন্ডার।
সাকিবের টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে। ব্যাট হাতে ২৬ রান আর বল হাতে ১ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের সাক্ষী হয়েছিলেন সাকিব। দেশের ইতিহাসের প্রথম টি-টোয়েন্টি ম্যাচেই ছিলেন তিনি। এরপর প্রতিনিধিত্ব করেছেন টানা নয় বিশ্বকাপে।
Bspnewsbd.com